ছেড়ে যেতে চাই নাতো মন তবুও যেতে হয়
অচেনা শহর হয়েছে আপন কেমনে ভোলা যায়।
ছোট্ট একটি পাহাড়ি রাজ্য সজীব সবুজে ঘেরা
ছোট্ট কুটির টিনের ঝাউনি চতুর্দিকে বাঁশের বেড়া।
একটি বাড়ি পাহাড়ের পরে আরো একটি নিচে
পাহাড়ের নিচে থাকবে পুকুর এ ভাবনাও মিছে।
গোলমেলে পথ উচু নিচু, বৃহৎ পাহাড়ের তলে
পথের নিচে গভীর গিরিখাত ভাসছে অথৈ জলে।
কোথাও পাহাড় মস্ত বড় উচ্চতায় খুব বেশ
হটাৎ দেখি কোথাও আবার পাহাড় নিরুদ্দেশ।
কোথাও দেখি মস্ত পুকুর ভরাট মাছে ভরা
পাহাড়ি বনে কোথাও দেখি লক্ষ্য গাছের চারা।
কোথাও দেখি বাঁশের বাগান কোথাও সমতল
কোথাও দেখি পথের নিচে কোটি গ্যালন জল।
উদারতায় পূর্ন হৃদয় পরিশ্রমী ওই ত্রিপুরা বাসী
সবুজের মাঝে বন্দী হলাম দুই দিনের অধিবাসী।