ছুটছে পথে বাস ট্রাম ট্রেন দিনের নিত্য ব্যস্ততায়
মধ্য দুপুরে বসে ষ্টেশনে একটি ট্রেনের অপেক্ষায়।
আশায় আশায় বেলা বয়ে যায় কখন আসে ট্রেন
ট্রেনের কামরায় জড়িয়ে আছে হৃদয়ের লেনদেন।

কোথায় যাবে ? কোথাও না,  আসবে কেউ তবে ?
আসত সে এই পথ ধরে, আজো খুঁজি অনুভবে।
স্টেশন মাইক ডাক দেয় ট্রেন থামবে এক নম্বরে
ব্যাগ বাঁধা দড়ি হাতের মাঝে চাপা উচ্ছ্বাস অন্তরে।

সে আসবে বাইকে বসবে যাবো হেরিটেজ অনুরাগ
দুপুরে আহার পাশাপাশি বসে হাতে রেখে দুটি হাত
বাহুডোরে বেধে তপ্ত দুপুরে দুজনে পথ চলা  
জন শুন্য নির্জন পথে শুধু হৃদয়ের কথা বলা।

এদিক ওদিক ঘুরে ফিরে চাই আসবে প্রিয়জন
ব্যস্ত শহরের বুকে চিরে চলা নেই বুঝি প্রয়োজন।
শহরের বুক চিরে এলো ট্রেন, ভরেছে কালো ধোঁয়ায়
প্রয়োজন দাঁড়িয়ে স্টেশনে, প্রিয়জন নেই সেথায়।
                    :-:-:-:-:-: