কোথায় তুমি অনেক দূরে খুঁজছি তোমায় ঘুমের ঘোরে
জড়িয়ে আছো বাহু ডোরে স্বপ্ন সাজাও আমার শিয়রে
স্বপ্ন সায়র সাজিয়ে বুকে রেখেছি তোমায় মনের মাঝে
মন পালঙে ফুলের বিছানা তোমার জন্যই রাখা আছে

আর কতদিন থাকবে দূরে আমার হৃদয় হতে দূরে সরে
হাত বাড়িয়ে এসো গো প্রিয়া শান্ত স্নিগদ্ধ শীতল ভোরে
জড়িয়ে উড়না লাজুক চোখে ঝংকার তুলে নুপুর পায়ে
রাঙ্গা আলোর রৌশনায় সেজে বেনারসি জড়িয়ে গায়ে

এসো হে প্রিয়া এসো গো তুমি তোমার প্রতীক্ষায় আমি
মনের মাঝে ঝড় উঠেছে আদর সোহাগে থামাও তুমি
মনের দুকূল প্লাবিত এখন ধাবিত তোমারই সেই টানে
বাড়াও যদি তোমারই দুই হাত প্রাণ বসে আমার প্রাণে
                        -: :- -: :- -: :-
                       ১৭/০৬/২০১৯