এটাই বুঝি ভালোলাগা এটাই বুঝি প্রেম
চোখে ঘুম না আসা শুধু স্বপ্নে ভাসা
বুকের মাঝে ছটফটানি তোমার জন্য আকুলতা
কাজের মাঝে কথা বলার অদম্য উচ্ছাস
একদিন কথা হলে মনে হয় কত যুগ কথা বলিনি
তোমার মায়াবী কন্ঠ যেন আমার বুকে বাঁশি হয়ে বাজে
ফোনে ভেসে আসা কন্ঠ শুনে মনে হয়
আমার বুকে মাথা রেখে বলছো তুমি মনের কথা।
কেন তুমি দূরে ?
আমার মনের ডাক কি তুমি শুনতে পাওনা
মনে হয় সারা পৃথিবীকে চিৎকার করে বলি
আমি তোমায় ভালোবাসি
ভালোবাসি শুধু তোমাকে
তোমার হাত ধরে ছুটতে চাই
এক দিগন্ত থেকে অন্য দিগন্তে
তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই
সুন্দর শ্যামলা পৃথিবীতে
বাড়াও তোমার নরম দুটি হাত
দাও ভালোবাসার একটু ছোঁয়া
তোমার পরশে পূর্ন হবে আমার সকল পাওয়া।
-: :-: :- : :-