নিজের ভুলটি চেপে রেখে পরের ভুলটি খুঁজি
তিলকেই তাল ভেবে নিয়ে যত ভুল বোঝাবুঝি।
নিজেকেই ভাবী বড় পণ্ডিত বাকি মূর্খের দল
সরলতা নিজের মধ্যে বাকিদের মাঝে ছল!

নিজের দোষ দেখিনা কখনো পরেরটাই দেখি
নিজের দোষে যদিও হয় হাজারো মাখামাখি।
নিজের ভুলে থেমে যায় যদি জীবনের যাত্রাপথ
আমি দায়ী নই বলি সদায় দায়ী তো ভাগ্য রথ।

দোসায় তাকেই দোষ নেই যার দায়ী করিও তাকে
ঘরে বসে বলি কর্মের দোষ, বিধি বিধাতাকে।
বিধাতাও বড্ড অসহায় বলতে পারেন না কথা
সব দোষ মাথা পেতে নেই নিরবেই বিধাতা।
                     :-:-:-:-:-:-:-:-: