পথ বলে দেই পথের ঠিকানা কোন পথে পথ শেষ
কোন পথে গিয়ে পথ মিশেছে কোথায় নিরুদ্দেশ।
কোন পথে রয়েছে হাজার কাটা, কোন পথ শ্লথ
কোন পথে নেই ফেরার আলো সে বলে দেয় পথ।

পথের পাশে অনেক পথিক ছুটছে পথের খোঁজে
কেউ ছুটে যায় কাক ভোরে কেউ ছুটে যায় সাঁঝে।
হারানো পথও পথ দেখায়,দেয় সঠিক পথের দিশা
পথও জাগায় পথের মাঝে হাজার পথেরও আশা।

পথও নেভায় আশার বাতি নিরাশার আঁধার নামে
শেষ পথ দেয় পথের ঠিকানা বন্ধ নিরাশার খামে।
পথ ছুটে যায় নতুন আলোয় হতাশার ভাবাবেশে
এমন কিছু পথ নিয়ে যায় না ফেরার কোন দেশে।
                    -:-:-:-:-:-:-:-