এই যে বাংলাদেশ একটি বাংলা ভাষার দেশ
সুজলা সুফলা সবুজে ঘেরা ফুলে ফলে বেশ।
প্রিয় বাংলাদেশ,  সাধের সবুজের এক দেশ
সোনালী আলোয় মোড়া সোনালী বাংলাদেশ।

চতুর্দিকে ছড়িয়ে নদী মাকড়সা জালের ন্যায়
বর্ষায় ভাসে পথ ঘাট সব কয়েক নদীর বন্যায়।
ভাসায় চাষীর ধানের গোলা রান্না ভাতের হাড়ি
প্রতি বছর ঘুরে ফিরে ভাসায় অগুণিত বাড়ি।

জুঁই টগর পদ্ম পপি মৌসন্ধ্যা রঙ্গন অপরাজিতা
ফুটেছে ফুল শাপলা শিমূল শিউলি কলমিলতা।
নানা রঙের ফুলের মেলা সারা বাংলাদেশে
ফুলের সুবাস পল্লীর পথে চির সবুজের দেশে।
                      :-:-:-:-:-:-:-:-: