আকাশের বুকে পূর্ণিমা চাঁদ জোছনা দেয় মেলে।
মায়ের আঁচলে ঘুমিয়ে পড়ি অবোধ সেই ছেলে॥
আব্বুর হাতের সোহাগ যখন আমার সারা গায়ে।
রাত জোছনার আলো ভরা সোহাগ করেন মায়ে॥
মায়ের হাতের কমল ছোঁয়া আব্বুর স্নেহের ছায়া
পরম স্নেহের মাঝখানে আবেগ জড়ানো মায়া॥
স্নেহে ভরা মায়ের আঁচল আব্বুর স্নেহের হাসি।
হাজার জনম ধরে জেনো তাদের কাছে আসি॥
কল্প লোকের গল্প শুনি কখনো চাঁদের বুড়ি।
সারাটা দিন বাজারে ফেরে মাথায় ঘুঁটের ঝুড়ি॥
জিন ইনসান ফুল ফেরেস্তার গল্প শুনে ভাবি।
মা কখনো শুধুই মা নয় আমার জ্ঞানের চাবি॥
কল্প দেশের রাত পরীরা আমার ঘরে আসে।
রাত পরীরা ঘুম দিয়ে যাই আব্বু মা দুই পাশে॥
ঘুমের আগে গল্প শুনি ঐ মায়ের মুখে রোজ।
নতুন নতুন গল্প শুনি আর করি নতুনের খোঁজ ॥
ছেলেবেলার সেদিন গুলি, মনের কোণে ভাসে।
স্নেহ জড়ানো সেদিন যদি আবার ফিরে আসে॥
আসতো যদি সেদিন ফিরে আবার আমার কাছে।
ভিড়ের মাঝে শক্ত করে আব্বু হাতটি ধরে আছে॥
দুই পাশেতে আব্বু ও মা আমি তাদের মাঝে!
শক্ত করে দুই জনেতে হাত দুটি ধরে আছে ॥
তাদের ছোঁয়ায় কাটতো যত অমানিশার ভোর।
মা আমার আশার প্রদীপ আব্বু স্বপ্ন সওদাগর॥
-::- -::- -::-
26/01/2018