জোড়া লাগাও পাতা গুলি
স্বপ্ন জাগাও মনে।
বিষাদ কেন মনের মাঝে
হৃদয় ভাঙ্গা ক্ষণে।
কচি কাঁচার কোমল মনে
জাগাও স্বপ্ন বেশি।
বিষাদ বৃক্ষ উপড়ে ফেলো
ফোটাও মুখে হাসি।
আসবে বাঁধা উঠবে তুফান
স্বপ্ন দেখার নেই অবসান।
স্বপ্ন বিহীন জীবন খানি
তপ্ত মরুর সমান।
- : : - - : : -