স্বাধীনতা তুমি দোযখের মাঝে নব প্রস্ফুটিত ফুল
স্বাধীনতা তুমি শিশির ভেজা সকালের স্নিগ্ধ বকুল
স্বাধীনতা তুমি বেদনার মাঝে হাজার ফুলের মালা
স্বাধীনতা তুমি হৃদয় মাঝে রাঙ্গা গোধুলিবেলা।

স্বাধীনতা তুমি অসংখ্য শহীদের রক্ত নদীর ঢেউ
স্বাধীনতা তুমি শত যাতনার অজানা নয় কেউ
স্বাধীনতা তুমি গ্র্যান্ড ট্রাক রোডে লাখো আলেমের খুন
স্বাধীনতা তুমি রক্ত নিয়েছো ভাবনার লাখো গুণ।

স্বাধীনতা তুমি বাঁশের কেল্লায় ঘেরা বিপ্লবী বীর
স্বাধীনতা তোমায় ভুলেনি শহীদ বিদ্রোহী তিতুমীর
স্বাধীনতা তুমি অমোঘ আবেগ হৃদয়ের লেনদেন
স্বাধীনতা তোমার জন্যে বলিদান শহীদ সূর্যসেন।

স্বাধীনতা তুমি ক্ষুদিরামের শেষ বিদায়ী গান
স্বাধীনতা তুমি বিনয় বাদল দিনেশের বলিদান
স্বাধীনতা তুমি সুভাষের কণ্ঠে উদাত্ত আহ্বান
স্বাধীনতা তুমি নজরুলের শেকল ভাঙ্গার গান।

স্বাধীনতা তুমি কৃষকের ঘামে ভেজা নোনা জল
স্বাধীনতা তুমি আশার আলো বাঁধভাঙা মনোবল
স্বাধীনতা তুমি একতারা হাতে বাউলের এলো চুল
স্বাধীনতা তুমি নারীর অহংকার খোঁপার বেনীফুল।
                    -:-:-:-:-:-:-:-:-