শুনুন প্রধানমন্ত্রী সাধারণ জনতার কিছু কথা
আপনার শাসনে নেই শান্তি লাখো মর্মব্যথা
আপনার আমলে জনতা লাইনে দাঁড়িয়েছে বারবার
আপনি ব্যস্ত ঘুরতে বিদেশে একবার নয় বহুবার!

আপনার দয়ায় লুটেরা পালায় দেশ ছেড়ে বিদেশে
দেশের টাকা বিদেশে রয়েছে হাহাকার দেখুন এদেশে
দ্রব্যমূল্য বেড়েছে এদেশে, বিদেশে কমেছে টাকার মান
শান্তির দেশে অশান্তির আগুন হয়েছে দেশের বদনাম!

বেড়েছে অপরাধ ছল চাতুরী মানুষ বন্দি অন্ধকূপে
মিছে স্বপ্নের দোলায় চড়ে দেশ পিছনে নতুন রূপে
বেড়েছে বেকার কাঁদছে হকার কৃষক মরছে মাঠে
কৃষকের মাথায় ঋণের বোঝা বেকারের বোঝা পিঠে

শুনুন প্রধানমন্ত্রী পিছিয়েছে দেশ এক যুগ প্রায়
পূর্বে পদ্মা হতে কন্যাকুমারী কোথাও শান্তি নাই!
জাতের হুজুগ বজ্জাতের মুখে ছুটছে যে যার তালে
পড়ছে সবাই পাতা ফাঁদে মানুষ ধরার জালে!

হয়নি কোন নতুন শিল্প হয়নি নতুন কারখানা
সমস্যাতে ডুবছে সমাজ যেন কিছু হয়নি ভাবখানা
জল সংকটে ভুগছে এদেশ আপনি ঘুরছেন বিদেশ
নিজের বাণী শোনান শুধু মানেন না জনাদেশ!

বিনিয়োগ এখন থমকে গেছে শেয়ার সূচক নিম্নমুখী
কেন বেসরকারিকরণ ভারত জুড়ে দ্রব্যমূল্য উর্ধমুখী ?
লাইনে দাঁড়াতে চাই না তো আর জন্ম সবার এই মাটিতে
কর্ম শেষে দিনের শেষে বসতে চাই শীতল পাটিতে!
                           -: :- -: :-: :-
                         20/09/2019