চলো যায় কাশের বনে গোধূলি বেলায় সূর্য যখন নামছে গায়ে
ওই যে দূরে নদীর বাঁকে, পাল তুলে মাঝি ছুটছে নাওয়ে।
সবুজ মাঠে বাঁশির সুরে গান ধরে ঘরে ফিরছে রাখাল
মাঠের শেষে পিচ রাস্তায়, থমকে আছে যান চলাচল।
আকাশ জুড়ে ত্রিকোণাকার পানকড়ি দল ফিরছে ঘরে
ছুটছে গরু লেজ উচিয়ে সবুজ ক্ষেতে মাঠের পরে।
ফিরছে ঘরে ফেরিওয়ালা দিনের শেষে মেঠো পথে
ফিরছে ঘরে ক্লান্ত কৃষক দিনের শেষে লাঙ্গল কাঁধে।
ব্যস্ত বিকেল পাখির কলরব আকাশ জুড়ে পাখির মেলা
শরৎ মেঘের সিড়ি বেয়ে সাদা বকের সান্ধ্য খেলা
সেজেছে আকাশ শরৎ মেঘে, দূর গগনের দূর নীলিমায়
বৃষ্টি বিহীন শরৎ বিকেল, সবুজের বুকে চলো হেঁটে যায়।