একটি সীমারেখা বিভেদের বেড়াজাল।
একটি সীমারেখা কেন হানাহানি চিরকাল?
একটি সীমারেখা যেন হিংসার দাবানল।
একটি সীমারেখা প্রতারণার নানান ছল!
একটি সীমারেখা বিনষ্ট সকল ভ্রাতৃত্ববোধ।
একটি সীমারেখা ভাবাবেগে চোরা স্রোত।
একটি সীমারেখা নিজপারে নিজে মুক্ত।
একটি সীমারেখা পার হলে সে অভিযুক্ত।
একটি সীমারেখা অবিশ্বাসী অশুভ মন।
একটি সীমারেখা মন্দ খোঁজে সারাক্ষণ।
একটি সীমারেখা অবিশ্বাসী করে তোলে।
একটি সীমারেখা বিভেদের কথা বলে।
একটি সীমারেখা করে শত্রুর পরিবেশ।
একটি সীমারেখা দেয় মন্দের উপদেশ।
আকাশ তো এক, সীমানা কাগজে আঁকা।
মুছে যাক মন হতে কাগজের সীমারেখা।
-::- -::- -::- -::-