শুন্য হাতে
আনসারুল ইসলাম

বেশ তো আমি ভালোই আছি পনেরো বছর পরে
মাথার উপর হয়নি তো ছাঁদ চাল বেয়ে জল পড়ে
বাড়তি লক্ষ্মী চালা বেয়ে এসেছে খড়ের ঘরে
চাহিদা মত হয়নি পাওয়া অনেক বছর পরেও।

মাথার উপর কাজের বোঝা বাড়ছে দিনে দিনে
জড়িয়ে আছি আগের থেকে পুরনো অনেক ঋণে।
বাজার থেকে যায়না কেনা বড় ইলিশ মাছ
দাম শুনেই বুক কেঁপে যায় কপালে পড়ে ভাঁজ।

আমার পাশেই চাকরি করে রাম নামে এক ভাই
সেও তো বেশ ভালই আছে আমার তুলনায়।
সে কাজ করে আমিও কাজ করি পাশাপাশি বসে
মাসের শেষে মাইনে দেখে চোখের তারা খসে।

পায়নি এখনো ট্রেজারি হেড অনেক বছর পরে
কাল যে এলো সে পেলো হেড রাতের অন্ধকারে
বলতে পারো কেন এমন তাদের দ্বিচারিতা
সত্যি কথা বলতে গেলেই বলবে বিরোধিতা।

তবুও আমি ভালোই আছি ছুটছি অন্ধকারে
ষাটের শেষে বড্ড বিপদ সবার রুদ্ধ দ্বারে।
কাজের শেষে শুন্য ঝুলি পকেট তখন শুন্য প্রায়
হয়ত তখন থাকব ভালোই শুন্য হাতে দুনিয়ায়।
                    -:-:-:-:-:-:-:-