পায়খানা আর করব নাকো খোলা মাঠের পরে।
ডাকবো নাতো রোগ জীবানু আমরা সবার ঘরে॥
খাবার আগে সাবান দিয়ে ধোউ সবার হাত ।
এক নিমেষে রোগ জীবানু হবে কুপোকাত ॥
ফেলবো নাকো আবর্জনা আমাদের চারি পাশে।
নোংরা পেলে রোগ জীবানু ওমনি ধেয়ে আসে॥
মশার বংশ ধংশ হলে বিদায় ডেঙ্গু ম্যালেরিয়া।
বিশুদ্ধ জল পান করিলে হবে নাতো ডায়রিয়া॥
খাবার আগে জল খাও, খাওয়ার পরে ফল।
নিয়মিত সু অভ্যাসে সবার বাড়বে মনোবল॥
প্রসব বেদনা উঠলে পরে হাসপাতালেই যাবো।
নিরাপদ মাতৃত্ব সুস্থ্য শিশু, সঙ্গে টিকা পাবো॥
সব শিশুদের টিকা দেবো, করব না আর অবহেলা।
সুস্থ্য শিশু উঠবে বেড়ে, সবার সাথে করবে খেলা॥
করব সাফায় সবে মিলে, জীবানু করব নিধন।
প্রতিনিয়ত চলব মেনে, সার্বিক স্বাস্থ্য বিধান॥
-::- -::- -:::- -::- -::-
17/01/18