এই পৃথিবীর পান্থশালায় আমরা অতিথি রূপে।
দিন ফুরালেই যেতে হবে সময়ের কাটা মেপে॥
কেউ স্থায়ী নয় পৃথিবীতে, পৃথিবীও স্থায়ী নয়।
সময় হলেই ঘটে যাবে ওই জীবনের পরাজয়॥
কে জানে কার মূল্য কত জীবন বড় না সময় ?
জীবনের চেয়ে বড় কিছু নয়, বড় নয় তো সময় !
তোমার জন্য অপেক্ষায়, কেউ বসে আছে চেয়ে।
আনন্দে বুক উঠবে ভরে, তোমায় কাছে পেয়ে!
চলবে যখন চলার পথে, ভাববে তখনই শান্তমনে।
তোমার আশায় রয়েছে স্বজন পথপানে প্রতিক্ষণে!
পথ চলো আর চালাও গাড়ী, ফিরতে হবেই বাড়ী।
সাবধানী হও চলার পথে, সাবধানে চালাও গাড়ী॥
তোমার দায় কেউ নিয়েছে, তুমি দায়ী কারো কাছে।
দায় দ্বায়িত্ব পাশাপাশি যুগযুগ ধরেই দাঁড়িয়ে আছে॥
নিজে বাঁচুন অপরকে বাঁচান, আছে সমাজের দায়।
সেভ ড্রাইভ আর সেভ লাইফের বিকল্প কিছু নাই!
-::- -::- -::- -::-
11/02/2018