আলো ঝলমল রৌদ্র সকাল কুয়াশাভেজা ফুল।
ঘাসের পরে শিশির বিন্দু যেন সাজানো বকুল।
শীত প্রকৃতি সেজেছে কেমন ক্ষুদ্র চাষীর হাতে।
সারাদিন বসে রঙের মেলা সুবাস ছড়ায় রাতে।

গুন গুন সুরে গুঞ্জন করে মৌমাছি মৌবনে।
দলবেঁধে ঘরে তুলছে মধু রৌদ্র দুপুর ক্ষণে।
হলুদে ঢাকা সবুজ মাঠে রাঙ্গা রোদের মেলা।
সরষে ক্ষেতে মৌমাছি দল করছে শুধু খেলা।

হাজার ফুল রকমারি সারা মাঠেই সারিসারি।
সবুজঘেরা মাঠের পরে ফুল ফুটেছে রংবাহারি।
দিগন্ত মাঝে দুলছে ফসল সবার মাথায় ফুল।
এলিয়ে খুকু চলছে পথে উড়ছে খোঁপার চুল।

কি অপরূপ মন ছুঁয়ে যায় প্রকৃতির রূপ দেখে।
মেঠো পথে চলি মৌনমনে সোনা রোদ মেখে।
সোনাঝরা সোনালী বিকেলে সূর্য্যকিরণ লাগে।
সুদূর দিগন্ত দেখে শুধুই মনে শিহরণ জাগে।

মাঠের মাঝেই মেঠো হওয়া পাখির কলরব।
শান্ত শীতল বিশুদ্ধ বায়ু মাঠেই রয় যে সব।
বারবার ফিরে আসি ঐ সুফলা প্রকৃতির বুকে।
সবুজের মাঝে মাটির বুকে মেঠো ধুলা মেখে।
                    -::- -::- -::-
                    25/12/2018