ছাড়িয়ে গেছে বিগত যুগের ওই হাজার বর্বরতা।
রক্ত হোলীতে লাল হয়েছে দেখ ঐ রক্ত সভ্যতা।
জুলুমে ব্যস্ত জালিম শাসক বিস্ফোরকে মোড়া।
বিবেক বিহীন চলাফেরা ধ্বংসে মেতেছে ঘোড়া।
হত্যালীলায় মত্ত মায়ানমার মৃত্যু মিছিল সিরিয়ায়।
জালিমের দল ধ্বংসে নেমেছে এই সুন্দর দুনিয়ায়।
হাহাকার দেখি শুধু চারিদিকে, পথে মৃত্যুর তসবির।
আজরাইল বুঝি মর্তে নেমেছে হাতে রক্তের আবীর।
নিঠুর পৃথিবী, হৃদয়হীন শাসক, মানুষ পশুর ন্যায়।
মানুষের রক্তে রক্তস্নাত তাতে নেই বুঝি অন্যায় ?
ক্ষুদেদের খুনে লাল হয়েছে ঔ জালিমের দুটি হাত।
দেখছে বসে উলঙ্গ শাসক ওই সভ্যতা কুপোকাত।
মৃত্যুমিছিল ফাগুন মাসে রক্ত হোলি আবীর খেলা।
কাঁদছে সিরিয়া বাঁচার জন্য চলছে ঔ লাশের মেলা।
মরছে মানুষ পশুর মতো, শাসক এখন মস্ত কসায়।
কাঁদছে শিশু কাঁদছে মাতা একটু শুধু বাঁচার আশায়।
নতুন ইতিহাস লেখা রবে চোখের জলে তাজা খুনে।
লজ্জাতে মুখ ঢাকবে সবাই বর্বরতার ঐ গল্প শুনে।
কেন এত খুনোখুনি ঘৃণা বিদ্দেশ ওই নিষ্ঠুর বর্বরতা।
শুভবুদ্ধি ফিরবে কবে আসবে কখন উদার মানবতা।
কে জানে কার মূল্য কত জীবন বড় না দম্ভ বড় ?
শিশুদের খুনে খেলছে যারা তাদের কাছে যুদ্ধ বড়!
কুড়ি হয়ে ফোটার আগে পড়ছে ফুল পথের ধুলায়।
পরের ভুলে মরলো যারা কে নেবে সে ক্ষতির দায় ?
-: :- -: :- -: :- -: :-
02/03/2018 বিকাল 5.57