দীর্ঘ কষ্টে কঠিন অসুখে পিতা গেছে পরবাসে।
কচি হাত ছেড়ে মা বাধিল ঘর সুখের আসে।
কচি মুখ দুটি বড় অসহায় পাশে নেই কেউ।
গর্ভধারিনী সুখের খোঁজে পাড়ি দিলো সেও।
খুদে দুটি চোখ খুঁজে বারবার মায়াবী মুখে।
স্বার্থে ছাড়ে জন্মদায়িনী বাবা ছাড়ে অসুখে।
দিনের পরে দিন চলে যায় বছর ঘুরে আসে।
আশায় শুধু দিন গুনে যায় মা আসেনা পাশে।
জল ছলছল খুদে দুই চোখে অশ্রুবিন্দু গালে।
নাবিক বিহীন নৌকা যেমন মাঝ নদীতে চলে।
পুরের দুয়ারে শুধু ঘুরে মরে নেই পাশে দু হাত।
আধো পেটেই দিন যায় আধো ঘুমে কাটে রাত।
আদর সোহাগ দেয়না কেউ দেয়না ভালোবাসা।
নিভিয়ে গেছে জীবন প্রদীপ চারিদিকে হতাশা।
পথের মাঝেই বাঁচার লড়াই পথেই খোঁজে সুখ।
সারাদিন খোঁজে সবার মাঝে মায়ের সোনামুখ।
মায়ের আঁচলে মিলেনা ঠাই সকাল সন্ধ্যাবেলা।
তারার সাথে কথা বলে শুধু দিব্য রজনী বেলা।
কেন বিধাতার নির্মম বিধান নিষ্ঠুর এই পরিহাস।
কোন খেলায় তুমি কখন মত্ত কেন কর উপহাস?
-::- -::--::--::--::-