প্রজাতন্ত্রের চুয়াত্তর বছর পরে কেমন আছে দেশ
স্বার্থসিদ্ধি সুপ্ত বাসনা প্রজাতন্ত্র কোথায় নিরুদ্দেশ
গনতন্ত্র তো বন্দীশালায় সংবিধানের পাতার বুকে
নেই বাসস্থান অন্ন বস্ত্র জনগণ কি নিদারুণ সুখে ?
ভোট আছে ভোটাধিকার নেই তাতেই মন্ত্রী হয়
ভোটের কার্ড তোমার হাতে বোতাম তোমার নয়।
বিচিত্র এই গনতন্ত্র ভাবছি হয়ত সবাই স্বাধীন
নিজের শ্রম নিভৃতে চুরি, নয়া নিয়মে পরাধীন।
সাম্য লঙ্ঘিত ক্ষমতার হাতে বিচার নীরবে কাঁদে
তারিখের পর তারিখ আসে অন্ধ বিচারের ফাঁদে।
বিচারালয় নোনা জলে ভাসে বেড়ে চলে অনাচার
অসাধ্য সাধন হয় নিমেষে, আসেনা ন্যায় বিচার।
ঘৃণার পাহাড় বুকে জমানো বাক ভরা সারা দেশ
অস্পৃশ্যতা মনন জুড়ে প্রজাতন্ত্র কোথা নিরুদ্দেশ।
ধর্মের আগে ছুটছে ঘৃনা নিয়ত শহর নগর গ্রামে
ধর্মীয় স্বাধীনতা ধুলোণ্ঠিত আজও ধর্মের নামে।
এক শতাংশ মানুষের হাতে চল্লিশ শতাংশ সম্পদ
নিরানব্বই শতাংশ শোষণ যন্ত্রে কেউ নয় নিরাপদ।
তালে গোলে উপোস আয়েসে কেটে যায় সারাদিন
দিনে দিনে বাড়ে মাথার উপর ঋণের পরেও ঋণ।
:-:-:-:-:-:-:-:-: