চলো যায় ঘুরে আসি মেঠো পথ ধরে
                       ফুটে আছে কাশফুল ওই নদী তীরে I  
দল বেঁধে বুনো হাঁস ওই দেখ ফেরে
                        সারি সারি দল বেঁধে নির্জন নীড়ে I
                        
সবুজে সবুজে ঢাকা পল্লীর মাঠ
                         শৃগালের দাপাদাপি ঝিঁঝিঁর ডাক I
হালকা শীতল হাওয়া ধানে ভরা মাঠে
                         চারিদিকে জড়িয়ে কলমির শাক I

রাখালের বাঁশি বাঁজে ওই যে দূরে
                           হৃদয়ের  কথা বলে পল্লীর সুরে I
সরষের বীজ বোনে ক্ষেতে চাষী ভাই
                            গুণগুণ গান গাই ওই দেখ দূরে I

ভোরের শিশিরে দেখো সূর্য্য কিরণ
                             সোনার সোহাগ ঔ সোনালী ধানেI
প্রকৃতির করুণায়  জাগে শিহরণ
                           বরজ জড়িয়ে ঔ মিঠে পাতা পানে I

সেজে ওঠে প্রকৃতি নানান রূপে
                                 উদাসী বাতাসে নাচে অন্তর I  
আকাশের মাঝে মেঘেদের ছানা                          
                             হাতছানি দেয় ঔ পল্লীর প্রান্তরI  
                         ------:::::------
                   13/10/2016 at 7.34 pm