সবুজ খেতের মাঠ পেরিয়ে পদ্মা যমুনার তীরে।
বারবার তুমি এভাবেই এসো বাংলার মাঝে ফিরে।
আশা নিয়ে যাও ভাষা দিয়ে যাও সবার মুখে মুখে।
মাতৃ ভাষায় মাকে ডাকি যেন সবাই থাকে সুখে।
একুশ তুমি দিয়েছো আমার মায়ের মুখের হাসি।
বাংলা মায়ের আঁচল তলে সস্নেহে ফিরে আসি।
শহীদ তুমি নাও নি মেনে বাংলার অপমান।
সারা দুনিয়ায় তুলে ধরেছো বাংলার সম্মান।
রক্তে রাঙ্গা একুশ তোমার ধুলায় লুটেছে মাথা
অমর শহীদ তোমাদের নাম হৃদয়ে আছে গাঁথা।
বাংলার নদী রক্তে ভেসেছে জল হয়েছে লাল।
শহীদ তোমরা অমর হয়ে রয়েছো চিরকাল।
বাংলা মাকে মুক্ত করেছো ঘুচেছে পরাধীনতা।
ভাষার টানে ছিনিয়ে এনেছো বাংলার স্বাধীনতা।
******

২১/০২/২০১৬ বৈকাল ২.২০