তোমার স্মৃতি বার বার আসে আমার স্মৃতি পটে।
তোমার স্বপ্নে বিভোর থেকে সারাটা সময় কাটে।
পথ ভুলে চলি সব কথা ভুলে মনের দুয়ারে দুলে।
স্মৃতির ক্যানভাসে দোলা দেয় মনের জানালা খুলে।

বৈশাখে আসে কালবৈশাখী ঘর ভাঙে সেই ঝড়ে।
চাপা ঝড়ে কাঁপে মনের আকাশ স্মৃতিটুকু মনে পড়ে।
দাবদাহ নিয়ে জ্যৈষ্ঠ আসে গাছে কত ফল পাকে।
পচা ফল কত গাছের তলায় ধুলায় লুটিয়ে থাকে।

গুরগুর স্বরে মেঘ বয়ে চলে আষাঢ়ের আকাশ বেঁয়ে।
মেঘের ভেলায় ভেসে চলে বক রামধুনু রং দিয়ে ।
শ্রাবণের ধারা ঝরে ঝরঝর ঝরে পড়ে জলাধারে।
ময়ূর নাচে পেখম মেলে সুর ওঠে বীনার তারে।

আগমনী গান ভাদ্রে বাজে আশা জাগায় মনে।
চেয়ে থাকি তাই যদি দেখা পায় প্রতীক্ষারই ক্ষনে।
সদা শান্ত লাজুক লাবণ্যময়ী তুমি যে অনন্য।
মনের মাঝে মৃদু কম্পন তোমায় দেখার জন্য।
                     *******