এখনো আবেগ তেমনি রয়েছে ব্যকুল তোমার জন্য।
এসো গো পথিক আবার এদেশে আমরা হই ধন্য।
তোমার আশায় রয়েছে বসে ফিরবে তুমি কবে।
হায়েনায় পৃথিবী গ্রাস করেছে কেন তুমি নীরবে।
ধুমকেতু হয়ে এসো গো আবার তীব্র বর্জ্র বেগে।
বরণ ডালা সাজিয়ে নিয়ে মায়েরা রয়েছে জেগে।
আসবে তুমি জ্বলবে প্রদীপ বাজবে শঙ্খ ধ্বনি।
আবার আলো উঠবে জ্বলে আসবে যখন তুমি।
মসজিদে আযান ধ্বনিত হবে গির্জাতে প্রার্থনা।
তোমার আশায় শত কোটি লোক করছে আরাধনা।
এসো গো বীর আবার এসো ভারতভূমিতে ফিরে।
শস্য শ্যামলা হাতছানি দেয় নাও বাঁধা নদী তীরে।
দিয়েছো শুধু পাওনি কিছুই পেয়েছো অবহেলা।
তুচ্ছ করেছো নিজের জীবন মরণ করেছো খেলা।
পরাধীনতার পাথর সরাতে করেছো জীবন পণ।
সুখটাকে তুচ্ছ করেছো বিপদ কে করেছো আপন।
তোমায় এখনো কেউ ভুলেনি আছো হৃদয় মাঝে।
এভাবেই তুমি যুগে যুগে থেকো আপন হয়ে কাছে।
*******