কাট মানি চাই শুধু ডান বাম পকেটে।
রঙে মোড়া সুন্দর খামে ভরা প্যাকেটে।

অথবা বোতলে ভরা লাল নীল জল চাই।
সঙ্গে সেই জল ঢালার সুন্দর রমণী চাই।

কাজ শেষে তেলে ভাজা দেশী এক রুই চাই।
খাওয়া শেষে ফের হাতেতে রুমাল চাই।

সব কাজে চাই শুধু বোনাস হিসেবে নয়।
কাজে সব খুসি হয়ে বোনাস এমনি দেয়।

কাট মানি পেট পুরে যদি পায় দুবেলা
চোখ বুজে হাত বাড়ায় নয়তো অবহেলা।

কাট মানি খেতে ভালো স্বাদ তার মিষ্টি।
ঝাড় বুঝে ঝেঁপে দেয় নয় শুভ দৃষ্টি ।

কাজে চাই কাট মানি আমাদের নেতারা।
কাট মানি সেই ও চাই অফিসের বাবুরা।

টেবিলের তলা দিয়ে হাত বাড়ায় সেই জন।
পোশাকের বাহারে ভাবি যারে মহাজন।

টাকা দিয়ে সুদ নেই সুদখোর মহাজন।
কাট মানি কেটে খায় এমন আছে বহুজন।

কাট মানি খেতে খেতে বেড়ে যায় তেষ্টা।
কাট মানি ফ্যাট হয়ে ভোগে যাবে দেশটা।
             ******