মায়ের আঁচলে লেগেছে ধূলা
              সিমান্তে সেজেছে শত্রুর দল।
গর্জে ওঠো ঘুমন্ত যুবক
     বুকেতে বাঁধো অসীম বল।
মায়ের আঁচল শান্তি শীতল
     ঘুমায় মায়ের কোলে।
বল মাগো কেমন করে
      থাকব তোমায় ভুলে।
খোদার পরে মায়ের আসন
     তার অপমান মানব না।
তোমার পায়েতে সপেছি জীবন
      তোমার অপমান সইব না।
দল বেঁধে সব নামব পথে
      ঘরে বসে আর থাকব না।
বিভেদ মন্ত্র যতই ছড়াও
      বাঁধন মোদের ছিড়বে না।
ভারত মাতার সকল ছেলে
      থাকব না কেউ ঘরে।
মায়ের সম্মান হবেনা বিলিন
      তোমায় রাখব মাথার পরে।
মায়ের আশিস নিয়েছি মাথায়
       ধরেছি এবার জীবন পণ।
বুকের রক্ত দিয়ে গড়ব এ দেশ
       জীবন থাকবে যতক্ষণ।
***********