বলি ও শ্যামল কও দেহি নারল কত কইরা ?
ও কাকা, ছোটো টা তিশ টাহা বড় ডা পঞ্চাশ টাহা।
লিবা নাকি ?
নিমু তো বটেই!
কিন্তু নারলের দাম শুনে পিলহা চমকায় উঠতেসে!
কও কি কাকা ?
সামনে দুগগা পূজা আস্তেসে না।
দাম তো একটু বাড়বেই।
তাই বলে এত টাহা ?
আমাগো দ্যাশে কতই না নারল সেলও
গাছের গোঁড়ায় এক্কেবারে গড়াগড়ি খায়তো!
কহাল দোষে সেই ভিটে ছারা হইয়া গেসি!
নারল বা কোথায় আর আমিই বা কোথায় ?
বলব কি আর বাবা!
আমাগো বাংলাদেশে থাকতি না আমার লিহিলে
নারলের জল দিয়া সুসয়েসি।
আর এহন সেই নারল চহে দ্যাখতে পাইতেসিনা।
আমাগো দ্যাশে গোলা ভরা ধান সেলও
গোয়াল ভরা গরু সেলও !
পুকুর ভরা মাস ও সেলও!
বাড়ীর সামনে উঠোন সেলও!
আর ঐ উঠানে সারী সারী সুপারি গাছ ও সেলও।  
আর এক ধারে একটি বৈঠক সেলও।
সেই যে জয় বাংলার বসর সব চইলা গেসে।
বলি ও লিহিলের মা শুনছো।
এবার নাহয় নারলের নাড়ু খাইমু না।
বল দেহি বাজারে এত জেনিস পত্রের দাম হইলে-
আমরা চলুম কি ভাবে ?
তুমি আবার কিছু মনে কইরো না কেমন!
সামনে বছর কিইনা দিমু।  
      *****
18/10/2015 at 11.00 pm