হাসনাহানা হাসনাহানা সন্ধ্যাবেলায় ফোটে।
সারাটা দিন নিস্ক্রিয় সে সন্ধ্যায় সুবাস ছোটে।
ফুলের রাজা হাসনাহানা গন্ধ বেজায় মিষ্টি।
সন্ধ্যাবেলায় গন্ধ বেলায় সন্ধ্যায় যার সৃষ্টি।
সন্ধ্যা পরে সবার ঘরে সুবাস বিলিয়ে দেয়।
সূর্য্য ওঠার আগে আবার গন্ধ মিলিয়ে যায়।
তার সুবাসে আকাশ বাতাস হয় যে মধুময়।
মাতাল হয়ে গাছের তলে মন যে ছুটে যায়।
ছোট্ট গাছের পাতায় মিশে ছোট্ট ছোট্ট ফুল।
ছোট্ট ফুলের মিষ্টি সুবাসে মন যে ব্যাকুল।
*******