এক যে ছিল পাতলা খোকা তালপাতার এক কাঠি।
চলাফেরায় ছোকরা যুবক নাই তো হাতে লাঠি।
পোশাক আসাক রং বাহারি বাম হাতে তার ঘড়ি।
ডান হাতে তার মোবাইল ফোন পকেটে বাঁধা দড়ি।
প্যান্ট পরে সে ইন করে ভাই বেল্ট পরে সে রোজ।
দুপুর বেলায় পেট পুরে খায় একশো চালের ভোজ।
বয়সটা তার খুব বেশি নয় তিন কুড়ি চার কম।
চাঙ্গা মনের প্রবীণ যুবক সে সব দিকেই উদ্যম।
রাঙ্গা জলে স্নান করে সে সাদা জল খায় পেট পুরে।
হলুদ জলে মুখ ধুয়ে নেই সন্ধ্যা বেলায় যায় ফিরে।
সবার আগে অফিসে যায় ঘরে ফিরে সবার শেষে।
ছুটির দিনে কাজ বিহনে মন টেকে না দেশে।
অফিস ঘরে কাজের পরে এদিক ওদিক ছোটে।
অফিস ছেড়ে ওপাশে যায় কখন খেলার কোটে।
কাজের মাঝে ডুবেই থাকে টেবিল লাগেনা কাজে।
টেবিল তাকে খুঁজেই বেড়ায় যখন ঘণ্টা বাজে।
ব্যস্ত বাবু সব সময়ে কাজে নয় তো ফোনে।
কখন সে হারিয়ে কোন সে দুরের কোনে।
**********