নীরব কেন আরব দুনিয়া ? নীরব কেন বিশ্ব বিবেক ?
নীরব কেন শান্তির দূত ? বন্ধ কেন তোমার আবেগ ?
নীরব কেন মানবতার প্রতীক বিবেক তোমার কোথায় ?
আজ কেন আর প্রাণ কাঁদে না অসহায় মানুষের ব্যথায় ?
কিসের নেশায় বন্দি তুমি, কেন চোখটি তোমার বন্ধ ?
কিসের নেশায় নির্বাক তুমি,আজ কিসের নেশায় অন্ধ ?
লাখো মানুষের অসহায় আর্তি এখনো শুনতে পাওনা ?
মেকি স্বার্থে মগ্ন এখনো, তাই কি শুনতে চাওনা ?
লাখো মানুষ ছুটছে পথে, জীবনের ঝুকি নিয়ে ।
স্বদেশ হতে ছুটছে বিদেশ সিমানার প্রাচীর বেয়ে?
ছুটছে সেপাই ছুড়ছে গুলি উড়ছে সবার মাথার খুলি।
তোমার অস্ত্রে কাপছে মাটি শুনতে পাও সে গোলাগুলি?
অস্ত্র থামাও যোদ্ধার দল, দেখো এবার পিছন ফিরে।
রক্তে সাগর লাল হয়েছে, ভাসছে শিশু সাগর তীরে।
পায়ের নিচে নিথর দেহ, কান্নার রোল বাতাসে।
ট্র্যাঙ্ক ছুটেছে বুকটি চিরে যুদ্ধ বিমান আকাশে।
পাসের পাড়ার নাই তো মানুষ ছুটছে তারা ভয়ে।
মরছে শিশু কাঁদছে জননী পড়ছে সবার পায়ে।
সব হারিয়ে ঘর ছাড়ছে, ছাড়ছে নিজের জন্মভুমি।
তোমায় ফেলে যাচ্ছে সবাই লজ্জা পাও কি তুমি ?
হে যোদ্ধা মারণাস্ত্র তোমার হাতে মারছো তাই তুমি।
রক্তে তোমার দুহাত রাঙ্গা শান্তি পেয়েছ কি তুমি ?
যুদ্ধবাজ! স্বপ্ন দেখেছো কেউ বেঁচেছে তোমার হাতে ?
ভালোবাসার পরশ নিয়ে হাত রেখেছো কারো হাতে ?
আর কত দেশ নিমেষেই শেষ তোমার অস্ত্রাঘাতে।
আর কত প্রাণ হবে খান খান নানান অজুহাতে।
আর কতকাল মিছে জারিজুরি মেকি শান্তির বাণী ।
আর কতকাল চালাবে আর দেশে দেশে হানাহানি?
আর কতকাল অস্ত্র জোগাবে শান্তি ফেরাবে বলে ?
সামনে বিলাবে শান্তির বাণী, আগুন ছড়াবে তলে।
আর কতকাল ফিরবে বাজারে অস্ত্রের ফেরি হাতে।
আর কত দেশ ধুলায় মিশিবে তোমার অস্ত্রাঘাতে ?
কত আয়লান মরবে ডুবে নোনা সাগরের জলে ?
কত শিশুর প্রাণ নিয়ে যাবে, নিথর দেহ ফেলে ?
কত প্রান যাবে আগুনের খেলায় সেকথা কি জানো ?
লাখো লাশ পড়ে পথের মাঝে তবুও নীরব কেন ?
*********
20/09/2015 at 11.17 pm