আবার এসেছে ফিরে সারাটি বছর ঘুরে
মিলনের মাঝে রাখীবন্ধন।
মনের মলিনতা ধুয়ে মুছে যাক তবে
নতুন ভাবে হোক বন্ধন।
আবার আসুক ফিরে আবার নতুন করে
অখণ্ড সেই আমাদের দেশ।
ভুলে যায় ভেদাভেদ মিলে যায় সবে
নতুন ভাবে থাকি বেশ।
বাধার সিমানা ভুলে আবার দু-হাত তুলে
ছুটে যায় সিমানার শেষ।
গোলা নয় ফুল নিয়ে স্নেহের ছায়া দিয়ে
আলোই রাঙ্গায় এই দেশ।
সিমানার বেড়া ছিড়ে চল ছুটে যায়
রাখীর পরশে টুটুক বিদ্বেষ।
রাখির বাঁধনে বাঁধি ছেড়া বাঁধন গুলি
বিবাদ গুলি হোক নিঃশেষ।
সিমানার প্রাচীর গুলি ভেঙ্গে চুরে যাক
বাঁধার পাহাড় ঐ দূরে থাক।
মনের পঙ্কিলতা ধুয়ে যাক জলে
অন্যায় স্রোতে ভেসে যাক।
মানুষে মানুষে হানাহানি ছেড়ে
বাঁধব আবার মানব বন্ধন।
একতার দিশা নিয়ে বারবার ফিরে
আসবে আবার রাখীবন্ধন।
**************
২৯/০৮/২০১৫