শুধু ভাবনা টুকু দিলাম যদি অবসর থাকে একটু ভেবে দেখবেন।
যদি সময়ের অবসর না থাকে একটু তুলে রাখবেন।
সময় পেলে আবার ভেবে দেখবেন !
আপনার চলার পথে যদি কোন ক্ষুধার্থ মানুষকে দেখেন-
আপনি কি করবেন ?
আপনার দুহাতে ভর্তি খাবারের থলেটা বাড়ীতে নিয়ে যাবেন ?
না তার থেকে কিছুটা খাবার দিয়ে যাবেন,
ঐ ক্ষুধার্থ অসহায় মানুষটিকে ?
অথবা আপনার বাড়িতে গিয়ে যদি দেখেন উচ্ছিষ্ট খাবার,
জমা হয়ে আছে আপনার ঘরে-
আপনি কি করবেন ?
ওটা ডাস্টবিনে ফেলবেন ?
না বিলিয়ে দেবেন ক্ষুধার্থ মানুষের মাঝে ?
একটু ভেবে দেখবেন !
আচ্ছা যদি দেখা যায় আপনার বৃদ্ধা বাবা যন্ত্রনায় ছটফট করছে,
আপনি কি করবেন ?
মুখ ফিরিয়ে থাকবেন ?
না তার দ্রুত আরোগ্য কামনা করবেন ?
যদি বা আরোগ্য কামনা করেন তাহলে কিভাবে করবেন ?
হাসপাতালে নিয়ে যাবেন ।
না বৃদ্ধাশ্রমে দিয়ে এসে দায় সারবেন ?
যে কিনা আপনার জন্য নরম বিছানার ব্যবস্থা করেছিল।
নিজে না খেয়ে খাইয়েছিল আপনাকে!
তার জন্য কি করবেন ?
একটু ভেবে দেখবেন !
যদি দেখা যায় আপনার দুয়ারে কেউ এসেছে সাহায্যের জন্য
পরনে তার শত ছিন্ন শাড়ি!
আপনার ঘরে বন্ধ বাক্স ভর্তি দামি দামি শাড়ি।
সারা বছর ধরে বন্দি সেখানে।
আপনি কি করবেন ?
তার থেকে একটি শাড়ি ঐ অসহায় মহিলাটিকে দেবেন।
না ফিরিয়ে দেবেন খালি হাতে।
একটু ভেবে দেখবেন !
মনে করুন আপনি প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন রাস্তায়।
আপনার মুখে একটি দামি ব্র্যান্ডের সিগারেট।
রাস্তায় ল্যাম্প পোষ্টের নিচে বই পড়ছে একটি শিশু
বাড়িতে ল্যাম্প জ্বালানোর মত তেল নাই কো বলে!
আপনি কি করবেন ?
আপনার সিগারেটের খরচ কমিয়ে একটি ল্যাম্প জ্বালানোর ব্যবস্থা করবেন।
না চোখ ফিরিয়ে চলে যাবেন অন্য পথে ?
একটু ভেবে দেখবেন !
ভাবনার সময় আছে তো হাতে ?
যদি থাকে তাহলে আপনার গণ্ডি পেরিয়ে একটু ঘুরেই আসুন না,
আপনার ঘরের বাইরে থেকে।
দেখবেন অনেক অসহায় মানুষ আপনার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে।
আপনার সাহায্যের জন্য।
আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দিন না তাদের সেবায়!
দেখবেন তার মাঝে বিরাজ করছে অপার অনুভূতি।
যার মাঝে আপনি খুঁজে পাবেন আপনাকে !
*************
27/08/2015 11.02 pm