জাতের নামের দোহায় দিয়ে
চলছে কেন জালিয়াতি ?
জাতের নামাবলী গায়ে
চলছে তারই ওকালতি।
আর কতদিন চলবে এমন
সভ্য দেশে জাতের বড়ায়।
একুশ শতকে দাড়িয়ে দেখি
ভিন্ন এখন জাতের কড়ায়!
রক্ত যদি ভিন্ন না হয়
জাত দেখিয়ে লাভটা কি ?
ধর্ম যদি মুর্খ বানায়
এমন জাতের কাজটা কি ?
জন্মের সময় জাত ছিল কি
মরণ কালে জাত থাকে ?
শক্তি ফুরালে দম্ভ চুর্ন
কবর শশ্মানে জাত দেখে ?
জাতের বড়ায় সেথায় মানায়
যেথায় মানুষ চেনে মানুষে।
বজ্জাতি হয় তখন মানুষ
যখন মানুষ মারে মানুষে।
জাতের ঝাণ্ডা বিবেকের দুয়ারে
কেনই বা আঘাত হানে?
এমন ঝাণ্ডা বিবেকের কাঁধে
কেই বা বয়ে আনে ?
রং দেখে কি জাত চেনা যায়
জাত চেনা যায় আচারে।
মুখ দেখে কি মানুষ চেনা
মানুষ চেনা যায় বিচারে।
এই পৃথিবী এক যদি হয়
তবে ভিন্ন কেন জাতি ?
ধর্ম যদি সু-পথ দেখায়
কেন জাতের জালিয়াতি ?
**********
28/12/2014 at 9.37 pm at home