রক্তের নেশায় কেন রে পাগল
                  ওরে রক্ত পিপাসুর দল ?
কেন তাজা রক্তে ভিজছে মাটি
                   অবোধের খুনে পথ পিছল ?

রক্তের নেশায় মাতাল হয়ে
                   কেন রে করিস খুনোখুনি ?
আল্লা ভগাবান কাকে মানিস
                  কেই বা তোদের মহাগুনি ?

অসুরের রোষানলে শতশত শিশু
                  রক্তের খেলায় হাতের পুতুল।
পাপড়ির আগে ঝরে গেলো পথে    
                   অপুর্ন শৈশব অসহায় ফুল।

কেই বা শেখায় ধ্বংসের বানি
                  কোন গুরু দেয় আদেশ।
সৃষ্টি ছেড়ে ধ্বংস করিস
                  কেন বিপন্ন দেশ বিদেশ ?

কেন রে তোরা অমৃত ছেড়ে
                   বিষের পেয়ালা নিস হাতে।
কেন বা লুটাই শত শির
                   তোদেরই গোলার আঘাতে।

রক্তে রাঙ্গানো হাত দুটি
                 কেন সৃষ্টিতে মেতে ওঠেনা।
বিভেদ কামি হাত দুটি
                   কেন মিলন মালা গাথেনা।

ধর্মের বুলি মুখেতে উড়াস
                     তোরা শত্রু সভ্যতার।  
দেশের শত্রু দশের শত্রু
                  তোরা শত্রু মানবতার।
          **********
১৬/১২/২০১৪ রাত্রি-১১.০৪