ইসলাম মানে যুদ্ধ তো নয়
ইসলাম মানে শান্তি।
ইসলাম হলো আশার আলো
ইসলামে নেই ক্লান্তি।
পথ হারাদের পথ খুঁজতে
ইসলাম দেয় আলো।
আশার প্রদীপ নিভে গেলে
তারই আলো জ্বালো।
ইসলামে নেই বিভেদের স্থান
ইসলাম চিনি জামাতে।
ইসলাম দেয় শৃঙ্খলা বোধ
পাঁচ ওয়াক্ত নামাজে।
ইসলাম চিনি চলাফেরায়
ইসলাম চিনি সালামে।
আঁতর গন্ধে মুসলিম চিনি
ইসলাম চিনি কালামে।
মুসলিম চিনি কাজের মাঝে
রমজান এলে রোজাতে।
ধনি দরিদ্র নেই কো ফারাক
ইফতারের ই থালাতে।
শিশুকে দেয় আদর স্নেহ
আছে নারীর স্বাধীনতা।
ইসলাম কাউকে বাধ্য করেনা
কখন নিষ্ঠুর পরাধীনতা।
নারীর শিক্ষা সেটাও দেয়
ইসলামে নেই বাঁধা।
শিষ্টাচার বোধ ইসলাম শেখাই
নেইতো গোলক ধাঁধাঁ।
দুঃখের ঘরে সুখের আঁধার
ইসলাম দেয় আশা।
নেই ভেদাভেদ ইসলামেতে
আছে শুধুই ভালবাসা।
**********
14/12/2014 at 12.30 pm