নন্দ দুলাল মন্দ তো নয়
                 গন্ধ গায়ের বেশি।
পুড়ক পুড়ক হুক্কা টানে
                 বারো মাসই কাশি।

নন্দ দুলাল ব্যস্ত মানুষ
                কাজের মাঝে ঘুমায়।
ভর্তি শরীর বিড়ির গন্ধে
               সেন্ট লাগেনা জামায়।

নন্দ দুলাল হাঁটতে পটু
                কচ্ছপ ছোটে আগে।
ঘুমায় বাবু যখন তখন
                 দিবানিদ্রায় জাগে।

নন্দ দুলাল ভদ্র অতি
               কাজের সময় কাঁদে।
পরের কাজে হাত লাগেনা
               নিজের কাজে সাধে।

নন্দ দুলাল ডাইরি লেখে
             রোজ যা শেখে পাতায়।
প্রতিদিন সে সব ভুলে যায়
           কাল যা লিখেছে খাতায়।

নন্দ দুলাল খেতে পটু
               কেউ খেলে তা চায়।
কেউ কখন বাথরুম গেলে
               তার ও বাথরুম পায়।

নন্দ দুলাল শান্ত অতি
                 কখন যদি রাগে
নিজে চাপড়ায় নিজের কপাল
                চেয়ারে বসে কাঁপে।

নন্দ দুলাল আনন্দ পেলে
               তালির তালে নাচে।
হাসি পেলে শুধুই হাসে
               হাতেই তালি বাজে।  
*************
৩০/১১/২০১৪ বৈকাল ৩.৪৫