পড়ব মোরা গড়ব এবার আমরা নতুন দেশ।
ভেদাভেদহীন শোষণ মুক্ত সবচেয়ে তা বেশ।
কন্যা রত্ন হতেও পারি সমান সুযোগ পেলে।
আশার প্রদীপ কন্যাশ্রী পড়ব হেসে খেলে।
ছেলে যা পারে পারবে মেয়েরা আর নয় অবহেলা।
স্কুল ছেড়ে কেন গো আবার বিয়ের পুতুল খেলা।
মাঝ পথে আর পড়বে না ছেদ লেখাপড়ার পথে।
ভয় নেই তো আর কখনো পড়ব সবার সাথে।
লিখব পড়ব জানব এ দেশ জানব বিশ্বটাকে।
সবার জন্য করব কিছু সকল কাজের ফাঁকে।
অন্ধকারে বন্দি হয়ে বদ্ধ ঘরে বসে থাকব না।
এলো চুলে ঘুমটা পরে শুধুই ঘরে রাঁধব না।
কান্না হাসির লুকোচুরি মুছবে অমোঘ কালে।
ছেলের মতো আদর যত্ন পড়ার সুযোগ পেলে।
বাস চালাবো ট্রেন চালাবো দেব সমুদ্র পাড়ি।
নিজের হাতে রোজগার করে গড়ব নতুন বাড়ী।
নিজের ভাগ্য গড়ব নিজে লেখাপড়া শিখে।
সব ছোটরা বড় হবে একে অপরে দেখে।
চলার পথে যদি পড়ে যায় উঠব ব্যথা ভুলে।
নতুন করে আবার দাঁড়াবো মাথা তুলে।
---- ০ ----