ঘুমাওনি কেন রাতের তারা
কেন আছো জেগে ?
আমার মত তোমার কি কিছু
দূরে গেছে থেকে ?
দূর বিদেশে চলে গেছে
তোমার আপন জন।
তারই আশায় বসে আছো
সে আসবে কতক্ষণ।
বাতাসের কান্না আকাশ ভরেছে
বৃষ্টি হয়ে ঝরে।
বজ্র যেমন মেঘের মাঝে
তাকেই খুঁজে ফেরে।
কলতান তুলে বইছে নদী
আপন খেয়ালে মেতে।
নদী পায়না নদীর দেখা
নদীর কাছে থেকে।
এত কীসের খোঁজাখুঁজি
কীসের খোঁজে চাওয়া।
এত চাওয়া পাওয়ার মাঝে
কেন কিছু না পাওয়া।
কোথায় খোঁজ কেন খোঁজ
কেন বোঝ না ?
সব কিছুই যে মরীচিকা
তা কি জানো না ?
---- ০ ----