বউ না পেলে ভোট দেব না  
জিন্দা জেলার দাবি।
ভোট না দিলে ফেল করবি
তখন কি আর খাবি?

সবার ভোটে মন্ত্রী হবি
থাকবি এসি ঘরে?
সোফায় বসে ঠ্যাং দোলাবি
চোয়াল টেবিল পরে?

হরিয়ানার হাজার যুবক
দলবেঁধে সব বলে।
পাত্রী পেলে ভোট দেব
নইলে যাঁতাকলে।

চাই না টাকা বাড়ী গাড়ি
থাক রাস্তার কাজ।
সে সব থাক না শিকেয়
চাই পাত্রী আজ।

ইউনিয়নে যোগ দিয়েছে
ছেলে বুড়া মিলে।
ছেলের বাবাও পাত্র সেজে
ভিড়েছে তার দলে।

নিজের জেলায় নাইতো মেয়ে
পাশের জেলায় যায়।
পাত্রী খুঁজে হন্যা হয়ে
ট্যাঁকের টাকা ক্ষয়।

রাজনীতিবিদ ভোটের আশায়
দিলেন প্রতিশ্রুতি।
পাশ করলে পাত্রী দেব
প্রতি পাত্র প্রতি।

তাঁতেও আবার বাধ সেধেছে
সুজন কুজন সবে।
ভোটের আগে কেমন করে
পাত্রী আনবে তবে।

মড়ার উপর খাঁড়ার ঘা
নেতার মাথায় বাজ।
বিহার থেকে পাত্রী এনে
সারবে বিয়ের কাজ।

পাত্রীর খোঁজে নেতার বাড়ী
দলবেঁধে সব ছোটে।
বসে আছেন ব্যস্ত নেতা
মুখেতে কুলুপ এঁটে।

ভ্রূণাবস্থায় মারছে মেয়ে
বাড়ছে ছেলের দল।
দেখনা এবার হচ্ছে কেমন
ভ্রূণ হত্যার ফল ?  
---- ০ ----

১৬-১০-২০১৪
কুলবাড়িয়া, মুর্শিদাবাদ