খুঁজে ফেরো যারে তুমি তারে পাবে
মন্দিরে নয় মসজিদে নয়।
দেখো তোমার হৃদয়ে সেতো তোমারি পাশে
দুখি বড় সে অসহায়।
তুমি যেখানে থাকো তিনিও আছেন সেখানে
চিনে নিতে করোনা ভুল।
তোমার ই অঞ্জলি তারে দাও নিভৃতে
অন্তরে রেখো পূজার ফুল।
যে নামে ডাকো তুমি যেথায় ডাকো
আল্লা, ঈশ্বর ভগবান।
দাড়ায়ে দুয়ারে সে তোমারি পূজার লাগি
নানা রুপে সে মেহেমান।
যার আশায় তুমি সে ও তো রয়েছে
তোমারি আশায় বসে।
কেন সুখের নেশায় হিংসা বিদ্বেষ
মন কেন এক পেশে?
সু-পথে কু-পথে সুখেতে বিপদে
যদি তারে ভক্তিভরে ডাকো।
তরাতে তোমায় আসবেন তিনি
যেথায় যত বিপদে থাকো।
পাপ হতে শুধু বিরত থেকো
মুছে ফেলো সে দিনগুলি।
দুয়ারে তোমার আরাধ্য দেবতা
চরণে দিও তার অঞ্জলি।
---- ০ ----