উচু নিচু বন্ধুর-
অন্ধপথের গলি পেরিয়ে
আজ এসে দাঁড়িয়েছি
মৃত্যুর সৈকতপাড়ে।
আর একটু পথচলা বাকি-
সামনে দুটি পথ খোলা।
এক, এখানেই দাড়িয়ে থাকা।
মৃত্যুর করালগ্রাস দেবে হাতছানি।
দুই, বাঁচার প্রাণপণ চেষ্টা।
দুটি পথের কোনটি সুবিধাজনক।
তিলে তিলে মরার চেয়ে-
মৃত্যুই কি শ্রেয় নয়?
বারবার মনে তো হবে না
এই বোধহয় মরে গেছি।
---- ০ ----