ওগো আমার আকাশের সন্ধ্যাতারা
তুমি আমার আকাশে থেকো।
আমি অবাক দৃষ্টে থাকব চেয়ে
তুমি হাতছানি দিয়ে ডেকো।
যদি কালো মেঘে তোমায় ঢেকে রাখে
তবু উঁকি দিয়ে দেখো।
যদি সব আলো ম্লান হয়ে যায়
শুধু মনের আলো রেখো।
তুমি আমার আকাশের সুর্য্য না হলেও
নয়তো অমুল্যবান জোনাকি।
তুমি ছাড়া আমার জীবন বৃথা
ওগো সাগর নয়না জানকি?
তুমি চাঁদনি রাতের মিষ্টি মধুর
হৃদয় ছুয়ে যাওয়া আলো।
তুমি বৃষ্টি ঝরা রোদেলা দুপুরে
রামধনুর চেয়ে ভালো।
সন্ধ্যা হলে নীড়ের টানে, তুমি
ঘরে ফেরা এক পাখি।
তোমায় আমি ঠিক খুঁজে পায়
তাই তো মনে রাখি।
তোমার অঙ্গে জড়ানো মধুর সুবাসে
আমি পাগল হলাম প্রায়।
মন ছুটে যায় তাই ছুটে যায়
বারে বারে ফিরে তাই।
হৃদয়ে তোমার ব্যথার পাহাড়
তবু কণ্ঠে মধুর গান।
তোমার গানে সব ভুলে যায়
ছুয়ে যায় সব প্রাণ।
সবাই যখন ঘুমিয়ে যাবে
আমি থাকব জেগে।
দিন রাত্রি কেটে যাবে
তোমার স্বপ্ন দেখে।
---- ০ ----