সময় চলেছে বয়ে, পাল্টেছে দিনকাল।
জীবনের গতি আজ অন্য পথে।
স্থির থাকার সময় নেই।
সামনে ছোটাই শুধু লক্ষ্য।
নেই পিছন ফেরার কোন অবকাশ।
আধুনিক সভ্যতা বিকাশের সাথে সাথে-
মানুষ হয়ে উঠেছে যান্ত্রিক।
সৌজন্য বোধের কোনো অভাব নেই-
দূর দূরান্ত থেকে।
অভাব শুধু সবান্ধব উপস্থিতির!
যত খুশি খাও-
যা কিছু চাও।
সবই পাবে তোমার হাতের মুঠোয়
শুধু আতিথেয়তা ছাড়া-
সবটাই সিন্থেটিক!
----- 0 -----