এই বেশ ভালো আছি
না মরে বেঁচে আছি।
খেয়ে পরে সুখে আছি
মানুষের কাছাকাছি।
জিনিসের দাম বাড়ে
মাইনে তো বাড়ে না।
তেল ছাড়া জল দিয়ে
গাড়ি আর চলে না।
কৃতদাস সেজে মোরা
কাজ করি দিনরাত।
কাজ শেষে বাড়ি ফিরি
নেই কোন ফুরসাত।
আর কত দিন বাবু
এই ভাবে চলবে।
ভাগ্যের দরজা টা
কোন দিন খুলবে।
অস্থায়ি কাজ আর
স্থায়ী কবে হবে।
ভাগ্যের বিধাতারা
ভাববে যে কবে।
---- ০ ----