আমি চাষি চাষ করি
দিনে খাটি মাঠে।
রাত দিন শ্রম দিয়ে
মাঠে দিন কাটে।
আশায় ফসল ফলায়
খেতে খাটি নিজে।
ফসল আনি ঘরে
রোদ জলে ভিজে।
বাবুদের দাপাদাপি
দিনে রাতে ঘরে।
ধান কেটে ঘরে আনি
নিয়ে যায় পরে।
সুদ বাড়ে রাতে দিনে
বাড়ে ঋণের বোঝা।
ধান দিয়ে মান বাঁচায়
বেঁচে থাকা সোজা?
পায়না নাতো সেই দাম
যাতে বাঁচা যায়।
মহাজন পায় দাম
চাষি মরে হায়।
যুগে যুগে শুষে খায়
কৃষকের তাজা রক্ত।
দিনে খায় আধপেটা
রাতে যে অভুক্ত।
আর কত অবহেলা
চোখ বুজে সইব।
আর কত ব্যাথাভার
যুগে যুগে বইব।
বরসায় ভিজে কাঁথা
শীতে ঘরে কাপি।
ঘরে ঘরে অন্ন জোগায়
আমরা কি পাপী?
---- ০ ----