আমি ঘুমের মাঝে হৃদয় ভরে
তোমার স্বপ্ন দেখেছি।
আমি মনের মাঝে নতুন করে
তোমার ছবি এঁকেছি।
আমি সহজ চলার পথটি ছেড়ে
কঠিন পথে চলেছি।
আমি আমার গানের সুরটি ভুলে
তোমার গান গেয়েছি।
তুমি আমার প্রানের হৃদ স্পন্দন
ঘুম ভাঙ্গানো পাখি।
তোমার নয়ন সাগরে ভেসে চলেছি
ভরেছে আমার আঁখি।
আমি দু-কুল হারানো নদীর তীরে
পারের মাঝি হয়ে।
আমি যে তোমার পারের খেয়া
নিয়ে যাব বয়ে।
আমি তোমায় দেখেছি সবার মাঝে
সবার থেকে অনন্য।
আমার হৃদয় দুয়ার খুলে দিয়েছি
শুধু যে তোমার জন্য।
---- ০ ----