তোমায় নিয়ে ঘুরতে যাব
লং ড্রাইভে বাসে।
হাজার ভিড়ের মাঝে তুমি
থাকবে আমার পাশে।
হাত রেখে দুই হাতে
সকাল থেকে রাতে।
তোমার কাঁধে রেখে মাথা
ঘুম ভাঙবে প্রাতে।
চোখেতে চোখ রেখে
বলব মনের কথা।
আকুল আকুতি অকারনে
থাকবে নাকো বাঁধা।
ভালবাসবো আদর করব
ভরিয়ে দেব মন।
তুমি আমি দুজন মিলে
থাকব সারাক্ষণ।
হাসবে তুমি হাসব আমি
বসে টাইগার হিলে।
আদর করে ঘুম পাড়াবে
তোমার নরম কোলে।
বরফ ঢাকা সেই পাহাড়ে
দু-জন পাশাপাশি।
পা পিছলে যেই পড়লে
অমনি হাসাহাসি।
পাহাড় থেকে পুরী যাব
গ্যাংটক থেকে গোঁয়া।
মাখন মাখিয়ে খাব রুটি
খাব দেশি মোয়া।
তোমায় নিয়ে ঘুরব আমি
দিঘার সৈকত পাঁড়ে।
জন সমুদ্রে মিলিয়ে যাব
হাজার লোকের ভিড়ে।
---- ০ ----