আমার মধ্যে রয়েছে যে
সে যেন অন্য আমি।
তোমার মধ্যে রয়েছে যে
সে যেন অন্য তুমি।
তোমার আমার সে আমিত্ব
পুড়ে হয়েছে ছাই।
আমাদের ছাই রয়েছে দুপাশে
চেনা বড় দাই।
আরশিতে পড়ে আমার ছবি
সভ্য কফিনে মোড়া।
অজানা টানে ছুটিয়ে চলেছি
দক্ষ যজ্ঞের ঘোড়া।
তোমার মধ্যে হারিয়েছ তাকে
তোমাতে নেই তুমি।
আমিও তো হারিয়েছি আমাকে
আমাতে নেই আমি।
---- ০ ----