মায়ের মাথা খাচ্ছে কুকুরে
কফিনে বন্দি ছেলের লাশ।
বিশ্ব বিবেক দেখছে বসে
বিধাতার কেমন পরিহাস।
মানুষে কাটছে মানুষের মাথা
পড়ছে লুটিয়ে পায়ের তল।
দুধের শিশু কাঁদছে ঘরে
জড়িয়ে মৃত মায়ের কোল।
যুদ্ধ বিমান উর্দ্ধ গতিতে
ফেলছে বোমা ঝড় তুলে।
মন্দির মসজিদ গির্জা মানে না
স্কুল কলেজ সব ভুলে।
নারী শিশুদের কাউকে ছাড়ে না
ট্যাংকার ছুটে বুক পিসে।
বড় বড় সব প্রাসাদ গুলি
গড়িয়ে পড়ছে নিমেষে।
বিবস্ত্র মানুষ পশুর মত
কসাই এর ছুরিকাঘাতে।
রক্ত গঙ্গা বইছে শুধুই
লাশের মিছিল রাজপথে।
শিশুর মগজ পড়ছে খসে
রকেট লঞ্চার গুলির ঘায়ে।
হাজার শিশু লুটিয়ে পড়ছে
সভ্য সমাজের দুই পায়ে।
উলঙ্গ মানুষ নত মস্তকে
প্রানে বাজি রেখে তারা।
করজোড়ে করছে বাঁচার আকুতি
হয়েছে বাস্তু স্বজন হারা।
গাজা ভূখণ্ড রক্তে ভেসেছে
হাজার হাজার শিশুর।
যেমন ক্রুশ বিদ্ধ হয়েছে
অসহায় ভাবে যীশুর।
বন্ধ করো রক্তের খেলা
বর্বর যুদ্ধ আর না।
সমাজের বুকে কান পেতে শুনি
হাজার শিশুর কান্না।
---- ০ ----