সাদা মেঘের ভাসিয়ে ভেলা
শরৎ এসেছে ফিরে।
মনের আকাশের কাশফুল
ফুটেছে নদীর তীরে।
উদাসী মন বাতাসে দোলায়
শিউলি গন্ধে মাতে।
সিক্ত শিশির ঘাসের ডগায়
সাত রঙ্গা রঙ তাতে।
ভোরের শিশির ঘিরেছে আকাশ
ঊষা দিয়েছে আলো।
আকাশ জুড়ে লালের আভা
তারি নিচে মেঘ কালো।
শরৎ মানেই শিতের আমেজ
উতলা সবার মন।
আসছে দুর্গা সেই আনন্দে
কাটে যে প্রতিক্ষণ।
শরৎ মানেই সাজো সাজো
সদল বলে ছোটা।
শরৎ শেষেই দারুন মজা
কপালে ভাইফোঁটা।
শরৎ মানেই কাসর ঘণ্টা
ধনুচি নাচের খেলা,
শরৎ মানেই সিদুরে নাচে
বাতাসে রঙ্গের মেলা।
শরৎ মানেই লক্ষ্মীপূজা
দুয়ারে আলপনা।
শরৎ মানেই মন ছুটে যায়
যেথায় অসীম কপ্লনা।
---- ০ ----